ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগে পুলিশ এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মো. আনোয়ারুল আজিম ওরফে সোহেল (৩৫) সেনবাগ পৌরসভার কাদরা এলাকার মো. ইলিয়াছের ছেলে এবং জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও সেনবাগ পৌরসভা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক।

শনিবার (৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার সেনবাগ পৌরসভা এলাকার কাদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন,পুলিশ এসল্ট,বিস্ফোরেক মামলাসহ আরও ৪টি মামলা রয়েছে।

ওসি ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সেনবাগ থানায় একটি সি.আর মামলার ওয়ারেন্ট ছিল। ওই ওয়ারেন্টের সূত্রে তাকে গ্রেফতার করে করা হয়। রোববার সকালে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

(এস/এসপি/নভেম্বর ০৬, ২০২১)