রাজন্য রুহানি, জামালপুর : পুলিশের বাধার মুখে দলীয় কার্যালয়ে পূর্বঘোষিত আলোচনা সভা করতে পারেনি জামালপুর জেলা বিএনপি।

দলীয় কার্যালয়ের সামনে অনুমতি না পেয়ে শহরের পাঁচরাস্তা এলাকায় আরাফাত রহমান কোকো স্মৃতি মিলনায়তনে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা করে নেতাকর্মীরা।

আলোচনা সভায় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন জেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভা করতে না দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি অভিযোগ করেন, শহরের স্টেশন রোডের বিএনপির দলীয় কার্যালয় সকাল থেকেই ঘেরাও করে রাখে পুলিশ। সেখানে আলোচনা সভা করতে দেওয়া হয়নি। সরকার বিএনপিকে ভয় পায় বলেই এই বাধা।

তিনি বলেন, পুলিশ দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। তিনি সরকার পতনের আন্দোলনে নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

(আরআর/এসপি/নভেম্বর ০৭, ২০২১)