গ্যাস, তেল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নাটোরে প্রতিকী প্রতিবাদ

নাটোর প্রতিনিধি : ‘গ্যাস কেনার সাধ্য নাই, আসুন তবে কাঁচাই খাই', এই শ্লোগান নিয়ে গ্যাস, তেল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নাটোরে প্রতিকী প্রতিবাদ করেছেন এক সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী।
রবিবার সকাল ১০টার দিকে কানাইখালি এলাকায় সাংস্কৃতিক কর্মী রফিকুল ইসলাম নান্টু এই প্রতিবাদ কর্মসূচী পালন করেন। এসময় খালি এলপিইজি সিলিন্ডার, সবজি সামনে নিয়ে এমন প্রতিকী প্রতিবাদ করেন তিনি। এসময় তার সাথে একাত্ব করেন, মুক্তিযোদ্ধার সন্তান ফরহাদ ও গণমাধ্যম কর্মী শামছুজ্জােহা হেলাল।
দফায় দফায় এলপিইজি গ্যাসের মূল বৃদ্ধি, তেল ও দ্রব্যমূল্য বৃদ্ধির কারনে আজ সাধারণ মানষের নাভিশ্বাস হয়ে উঠেছে। নিত্যপণ্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তাই নিত্যপ্রয়োজনীয় মূল্য কমিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানান সাংস্কৃতিক কর্মী রফিকুল ইসলাম নান্টু।
(এডিকে/এসপি/নভেম্বর ০৭, ২০২১)