চাটমোহরে ক্ষুদ্র চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় ৪ হাজার ৬৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে গম, সরিষা, ভূট্টা, সূর্য্যমুখি, শীতকালিন পেঁয়াজ, মশুর ও খেসারী ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রবিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বীজ ও সার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মো. মকবুল হোসেন এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক। স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুমবিল্লাহ।
কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় চাটমোহর উপজেলায় ৪ হাজার ৬৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। এরমধ্যে ১২০০ জনের মধ্যে গম বীজ, ৩০০ জনের মধ্যে ভূট্টা, ১৮০০ জনের মধ্যে সরিষা, ৪০০ জনের মধ্যে মশুর, ৪০০ জনের মধ্যে খেসারী, ৩০০ জনের মধ্যে পেঁয়াজ, ১০০ জনের মধ্যে সূর্যমূখি এবং ১৫০ জনের মধ্যে মুগের বীজ বিতরণ করা হচ্ছে।
(এস/এসপি/নভেম্বর ০৭, ২০২১)