সুবর্ণচরে মরহুম ফজলুল হকের ২৬ তম মৃত্যুবার্ষিকী পালিত

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরেসাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা'র প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম মোঃ ফজলুল হক এর ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতি চারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে ৮ নভেম্বর (সোমবার) বিকেল ৩ টায় চরবাটা খাসের হাট অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কিমিটির সভাপতি দিলিপ চন্দ্র দাস এর সভাপতিত্বে স্মৃতি চারণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈকত ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোনায়েম খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিকল্পনা, উন্নয়ন ও দূর্যোগ ব্যবস্থাপনা পরিচালক একে এম হারুন আল রশিদ, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক লায়ন সাইফুল ইসলাম সুমন, ২ নং চরবাটা ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব, চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুজ্জামান নিজাম, এক্মিম ব্যাংক ম্যানেজার এনামুল হক, উপদেষ্টা গোলাম মাওলা, খাসের হাটের ব্যবসায়ী জামাল উদ্দিন।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সহকারী পরিচালক (মাইক্রো ফাইন্যান্স) মোঃ সামছুল হক , ঋন সমন্বয়কারী (অগ্রসর) মোঃ মহিব উল্লাহ, ম্যানেজার (মনিটোরিং এন্ড ডকুমেন্টেশন) মোঃ জামাল উদ্দীন ছিদ্দিকী, এরিয়া ম্যানেজার, মোঃ শাখাওয়াত উল্ল্যাহ শিপলু , শাখা ব্যবস্থাপক মোঃ মমিন উদ্দীন, ক্রেডিট অফিসার মোঃ সাহাব উদ্দীন প্রমুখ।
বক্তারা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম ফজলুল হক সাহেবের বর্ণাঢ্য কর্মময় জীবন, এলাকার উন্নয়নে অবদান এবং বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
(এস/এসপি/নভেম্বর ০৮, ২০২১)