ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন স্কুলছাত্র নিহত
.jpg)
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন স্কুলছাত্র নিহত হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ঘাটাইল সাগরদীঘী রাস্তার চেয়ারম্যান বাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঝাইপাটা গ্রামের আবু বক্কর (১৫), মৃত ছমির উদ্দিনের ছেলে সিয়াম (১৪) ও রমজান আলীর ছেলে শরিফ (১৩)। তিনজনই ধলাপাড়া বড়মেধার (ঝাইপাটা) গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ওয়েসিস ক্যাডেট স্কুলের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, তিন শিক্ষার্থী একটি মোটরসাইকেল নিয়ে ধলাপাড়া থেকে শহর গোপিনপুর ঘুরতে বেরিয়েছিল। সাগরদীঘি রাস্তার চেয়ারম্যান বাড়ির মোড়ে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাইকটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই শরিফ ও আবুবক্কর নিহত হন। সিয়ামকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাস্তায় মারা যান।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
(এসএম/এসপি/নভেম্বর ০৯, ২০২১)