আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : “সম্প্রীতির সমৃদ্ধি জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা” এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নানান আয়োজনে ঠাকুরগাঁওয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(আইডিইবি) ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

আইডিবি ঠাকুরগাঁও জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও সেকোর নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও টেশনিক্যাল ট্রেনিংয় সেন্টার (টিটিসি)’র অধ্যক্ষ মকছেদুল আলম।

এসময় সংগঠনের নেতাকর্মী ছাড়াও টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

(আই/এসপি/নভেম্বর ০৯, ২০২১)