আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় অভিযান চালানোর সময় জঙ্গিবিমান ভূপাতিত করলে প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করা হবে হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

একইসঙ্গে তিনি বলেছেন, মার্কিন জঙ্গিবিমান ভূপাতিত করার নির্দেশ দেয়া হলে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়া হবে।

কথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল’র বিরুদ্ধে মার্কিন কৌশল তুলে ধরে বক্তব্য দেয়ার আগে হোয়াইট হাউজে এক বৈঠকে ওবামা এ কথা বলেছিলেন।

গত বুধবার ওবামা তার সামরিক বাহিনীকে সিরিয়ায় তৎপর তাকফিরি গোষ্ঠী আইএসআইএল’র ওপর বোমা হামলার নির্দেশ দিয়েছেন।

কিন্তু সিরিয়া সরকার বলছে, দামেস্কের সঙ্গে সমন্বয় না করে এ ধরনের হামলা হলে পরিণতি ভালো হবে না।

আসাদ সরকার বলছে, এ ধরনের হামলাকে সিরিয়া নিজের সার্বভৌমত্ব লঙ্ঘন বলে বিবেচনা করবে। সিরিয়ার অন্যতম প্রধান মিত্র রাশিয়াও এ মার্কিন বিমান হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

(ওএস/এটিঅার/সেপ্টেম্বর ১৫, ২০১৪)