আন্তর্জাতিক ডেস্ক : তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মাধ্যমে আমেরিকা মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াতে চাইছে বলেছেন,ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খোমেনি।

সফল প্রোস্টেট অপারেশন শেষে হাসপাতাল ত্যাগ করার পর আজ সোমবার সকালে তিনি এ কথা বলেন।

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কথিত আন্তর্জাতিক জোট গঠন সম্পর্কে মার্কিন কর্মকর্তারা যেসব মন্তব্য করেছেন, সেগুলোকে অযৌক্তিক, একপেশে ও ফাঁকা বুলি হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের এই সর্বোচ্চ নেতা।

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলকে মোকাবেলার ক্ষেত্রে ইরাকি জনগণ ও সেনাবাহিনীর সফল প্রচেষ্টার প্রশংসা করে তিনি বলেন, আমেরিকা নয় বরং ইরাকি সেনাবাহিনী ও জনগণই আইএসআইএলকে ইরাকের মাটিতে পর্যুদস্ত করেছে।

তিনি আরো বলেন, পাকিস্তানে আমেরিকা যা করছে, সিরিয়া ও ইরাকেও তাই করতে চাইছে। সেখানে শক্তিশালী সরকার ও সেনাবাহিনী থাকা সত্ত্বেও কোনো অনুমতি না নিয়েই বিভিন্ন স্থানে বোমা হামলা চালাচ্ছে।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১৫, ২০১৪)