সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : এইবার নৌকা পাইলেও শেষ নির্বাচন না পাইলেও শেষ নির্বাচন। এভাবেই কথাগুলো বললেন, কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ মঞ্জুর আলী। তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মীরা ভালোবেসে মূল্যায়ন করে আমাকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত করেছেন। এছাড়া আশুজিয়া জে.এন.সি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালানা কমিটির সভাপতিও নির্বাচিত করেছেন। এজন্য আমি তাদের কাছে ঋণী। 

মোঃ মঞ্জুর আলী বলেন, আওয়ামীলীগ করি, নৌকাকে ভালোবাসি জীবনের প্রথম থেকে। এখন অনেক বয়স হয়েছে, আমার ছেলের বয়সীরা নির্বাচন করার আগ্রহ প্রকাশ করছে। আমার এটাই প্রথম এবং শেষ চান্স। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি আমাকে নৌকা দেন তাহলে এটিই হবে আমার প্রথম এবং শেষ নির্বাচন। এর পরে আর নির্বাচন করার বয়সও থাকবে না দাবিও করবনা। মঙ্গলবার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নে নৌকার পক্ষে প্রচারনায় গিয়ে এ প্রতিনিধির সঙ্গে এভাবেই কথা বলেন, মোঃ মঞ্জুর আলী। তিনি আরো বলেন, নৌকা পাইলে ভালো, না পাইলেও কারো প্রতি কোন দাবিও থাকবেনা মনে কষ্টও নেবনা।

(এসবি/এসপি/নভেম্বর ১০, ২০২১)