সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের আটিগ্রামের বাসিন্দা হাজী মোঃ হেলাল উদ্দিনের পুত্র হাজী শামসুল আলম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হতে চান। তিনি বর্তমানে সান্দিকোনা ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক এবং সান্দিকোনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সান্দিকোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সদস্য ছিলেন। এছাড়া ১৯৯০ সালে গণআন্দোলনের সময় তিনি ছাত্রলীগের যোগদান করেন। ১৯৯৩ সাল পর্যন্ত সান্দিকোনা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯৮ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করে সততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ২০১১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন প্রার্থী ছিলেন। ২০১৬ সালে নৌকা প্রতীক চেয়ে না পাওয়ার পর নৌকা প্রার্থীর পক্ষে কোমড় বেঁধে মাঠে কাজ করেন। আওয়ামী পরিবারের সদস্য হাজী শামসুল আলমের চাচাতো ভাই মোঃ কামরুজ্জামান কাজল ৬ নং সান্দিকোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন। 

এইচ এসসি পাস হাজী শামসুল আলম আর লেখাপড়া না করে নিজেকে সামাজিক কর্মকান্ডের মধ্যে জড়িয়ে ফেলেন। তিনি সাহিতপুর বাজার কাঠব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক, সাহিতপুর বাজার মহাজন সমিতির সহ-সভাপতি এবং আটিগ্রাম, আলমপুর, কওয়াকান্দা মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া সাহিতপুর বাজার জামে মসজিদের সহ-সভাপতি হিসেবেও দায়িত্বপালন করছেন তিনি। এসব কর্মকান্ডের পাশাপাশি নিজেকে জনসেবায় যুক্ত করতেই নৌকার মনোনয়ন চান তিনি। হাজী শামসুল আলম বলেন, আমি নৌকা মার্কা পেয়ে যদি নির্বাচিত হতে পারি, তাহলে শাসক নয় জনগনের সেবক হয়ে বাড়ি বাড়ি গিয়ে তাদের সুখ-দুঃখের অংশিদার হতে চাই। এজন্য তিনি চান, সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা।

(এসবি/এসপি/নভেম্বর ১২, ২০২১)