নৌকার মাঝি হতে মাঠ চষে বেড়াচ্ছেন বাচ্চু
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : নৌকার মাঝি হতে মাঠ চষে বেড়াচ্ছেন শহিদুল হক ফকির বাচ্চু। মাসকা ইউনিয়নের দিঘলী গ্রামে তার জন্ম হলেও সারা ইউনিয়ন ছাড়িয়ে উপজেলায়ও তার ব্যাপক পরিচিতি রয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শহিদুল হক ফকির বাচ্চু দিঘলী, মাচিয়ালী ও দ্বিপাড়া গ্রামকে ঐক্যবদ্ধ করেছেন নৌকার পক্ষে।
এছাড়া বিভিন্ন গ্রামে গ্রামে তিনি নৌকার সমর্থনে ভোট দেয়ার জন্য সাধারন জনগণকে উৎসাহিত করছেন। শহিদুল হক ফকির বাচ্চু বর্তমানে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দুয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি জয়কা সাতাশি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এবং উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির এম.পি মনোনীত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি একজন কর আইনজীবিও।
শহিদুল হক ফকির বাচ্চু বলেন, আমাকে নৌকা প্রতীক দেয়া হলে আমার ওয়ার্ড ছাড়াও মাসকা, জয়কা, সাতাশি, আলমপুর, কোনাপাড়া এই ওয়ার্ডটিও আমার টানে চলে আসবে। জীবনের যৌবন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণীত হয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হই। এরই ধারাবাহিকতায় আওয়ামীলীগের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করছি। তিনি বলেন, নৌকা যার, আমি তার। যদি জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা উপহার দেন, তাহলে নিশ্চিত জয়লাভ করব। আর যদি নৌকা না পাই সে ক্ষেত্রে দল থেকে যাকেই নৌকা প্রতীক দেয়া হবে তার সমর্থনেই কাজ করব। শহিদুল হগ ফকির বাচ্চু নৌকা প্রতীক পেতে সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।
(এসবি/এসপি/নভেম্বর ১২, ২০২১)