নওপাড়া ইউনিয়নবাসীর ভালোবাসা আমাকে ঋণী করেছে : কাউসার

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন, কাউরাট গ্রামের কৃতি সন্তান, দুই বারের নির্বাচিত চেয়ারম্যান শাহজাহান কবীরের ছেলে মোঃ সারোয়ার জাহান কাউসার। তিনি জনগণের ভালোবাসার টানে নিজেকে বেশ কয়েকমাস আগেই চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষনা দিয়ে বাড়ি বাড়ি গিয়ে সকল মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। তার বাবা দুই বার চেয়ারম্যান থাকার সুবাদে জনগণ তাকে কাছে টেনে নিচ্ছে। একই সঙ্গে ভোট দেওয়ারও প্রতিশ্রোতি দিচ্ছে। সারোয়ার জাহান
কাউসার বলেন, আমি একজন স্বতন্ত্র প্রার্থী। সুষ্ঠু ভোট হলে নির্বাচনে আমিই জয়লাভ করব ইনশাআল্লাহ। আমি ও আমার কর্মী সমর্থকরা চাই অবাধ নিরপেক্ষ সুষ্ঠু একটি নির্বাচন। যে নির্বাচনে জনগণ প্রভাবমুক্ত থেকে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
কাউসার আরো বলেন, নওপাড়া ইউনিয়নের ১৯টি গ্রামের মধ্যে প্রতিটি গ্রামেই ঘরে ঘরে গিয়েছি, সব মানুষের সঙ্গে কথা বলেছি। এটা ১ বার নয় ২ বার নয় শুরু থেকে ১৯টি গ্রামে আমি ১১ বার ঘুরেছি। মানুষের সঙ্গে পরিচিতির আর বাকি নেই। ইউনিয়নবাসীর ভালোবাসা আমাকে অনেক ঋণী করেছে। আমি নির্বাচিত হতে পারলে আমি ও আমার পরিবারের সদস্যরা ইউনিয়বাসীর সেবক হয়েই কাজ করতে চাই। বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করে মানুষের মুখে হাসি ফুটাতে চাই। এজন্য মহান সৃষ্টিকর্তার নিকট আকুল আবেদন রাখছি, তিনি যেন আমাকে সুস্থ্য এবং সুন্দর ভাবে মানুষের সেবা করার সুযোগ দেন। পাশাপাশি আমি সকল মানুষের দোয়া ও ভালোবাসা চাই।
(এসবি/এসপি/নভেম্বর ১২, ২০২১)