ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাতিতে লিমন হোসেন নামে এক শিশু সন্তানকে লিঙ্গকেটে ও গলাটিপে হত্যা করে। এর পরে  নিজেও আত্বহত্যার চেষ্টা করেছে মানসিক রোগী মা লিপি খাতুন। পুলিশ পাহারায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ঠ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবার (১২ নভেম্বর) সন্ধায় সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতিতে এই ঘটনাটি ঘটে। নিহত লিমন হোসেন ঐ গ্রামের ইমরুল কায়েসের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আব্দুল আলিম জানান, মানসিকভাবে অসুস্থ লিপি খাতুন শুক্রবার সন্ধায় নিজের শিশুপুত্র লিমন হোসেনকে বাড়ির পাশ্ববর্তি ক্ষেতে নিয়ে গিয়ে গলাটিপে ও লিঙ্গ কেটে নৃশংসভাবে হত্যা করে। পরে নিজেও পেটে ধারালো অস্ত্রের আঘাত করে আত্বহত্যার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা নিহত শিশুর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ রাতেই লাশটি উদ্ধার করে। মা লিপি খাতুনকে অসুস্থ অবস্থায় পুলিশ পাহারায় সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ঠ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয় নিহতের চাচা ওমর ফারুখ হোসেন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

(আই/এসপি/নভেম্বর ১৩, ২০২১)