শিশু সন্তানকে হত্যা চেষ্টার অপরাধে মায়ের বিরুদ্ধে মামলা করবে পুলিশ
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : ধান ক্ষেত থেকে শিশু কান্না শুনে কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুটির প্রকৃত মায়ের সন্ধান পেয়েছে পুলিশ। গত ৭ নভেম্বর ওই শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুমিষ্ট হওয়ার পর পালিয়ে শিশুটি হত্যার চেষ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সন্নিকটে একটি ধান ক্ষেতে ফেলে যায় তার মা। নবজাতক এই শিশুটিকে নিয়ে বেশ কয়দিন ধরে এর পরিচর্যা ও দত্তক দিতে তৎপর ছিল উপজেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগ।
সোমবার পুলিশের নিকট কুড়িয়ে পাওয়া শিশুটিকে নিজের সন্তান দাবী করলেও ওই সন্তানের ভরন পোষন ও লালন পালন করতে আগ্রহী না তার মা। আর এজন্যেই নবজাতক শিশুটিকে জন্মের হত্যা চেষ্টার অপরাধে পুলিশ বাদী হয়ে মায়ের বিরুদ্ধে থানায় মামলা করবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান জানান, নবজাতক ওই ছেলে শিশু সন্তানটি উপজেলা সমাজসেবা বিভাগের তত্বাবধানে স্বাস্থ্য কমপ্লেক্সে মা ও শিশুর চিকিৎসক এবং নার্সের পরিচর্যায় যতœ সহকারে রয়েছে।
তিনি জানান, পুলিশ শিশুটির প্রকৃত মায়ের সন্ধান পেলেও তিনি তার সন্তানকে লালন পালনের আগ্রহ দেখাচ্ছেন না। এছাড়া এতদিন যারা ওই সন্তানকে দত্তক নেয়ার জন্য আগ্রহ দেখিয়ে ছিলেন, তারাও এখন আর দত্তক নিতে রাজি হচ্ছেন না। এ অবস্থায় ওই শিশুটিকে আদালতের মাধ্যমে জাতীয় শিশু সদনে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। উপজেলা শিশু কল্যান কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইন উদ্দিন খন্দকারের সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ বলেন, নবজাতক শিশুকে হত্যা চেষ্টার অপরাধে ধান ক্ষেতে ফেলে রাখা ওই শিশুর মা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেত্রকোণা পুলিশ সুপারের মতামত নিয়ে মামলা নেয়া হবে। তিনি বলেন, ওই শিশুর মা শিশুটিকে নিজের সন্তান হিসেবে দাবি করলেও তিনি তার লালন পালন ও ভরন পোষন করতে রাজী হচ্ছেন না।
(এসবি/এসপি/নভেম্বর ১৫, ২০২১)