সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকার মাঝি হতে অন্যান্য ইউনিয়নের মতো আশুজিয়া ইউনিয়নেও তৎপর সম্ভাব্য সব প্রার্থীরা। ইতিমধ্যে নৌকার মাঝি হতে ফনী ভুষন ভদ্র (মাধু)র জন্য তৃণমূলে দাবি উঠেছে।

এদিকে ফনী ভুষন ভদ্র নৌকার মাঝি হতে দীর্ঘদিন ধরে ইউনিয়নের সর্বত্র গণসংযোগ পথসভা ও ঘরে ঘরে গিয়ে শুভেচ্ছা বিনময় করছেন। সম্প্রতি আটপাড়া উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনেও বাংলাদেশ যুব মহিলালীগের সাধারন সম্পাদক অধ্যাপক অপু উকিলের সঙ্গী হয়ে বিভিন্ন ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থীদের পক্ষে কোমড় বেঁেধ মাঠে কাজ করেছেন। আশুজিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউনিয়ন আওয়ামীযুবলীগের সাবেক সাধারন সম্পাদক ফনী ভুষন ভদ্র মাধু চষে বেড়াচ্ছেন মাঠ। তিনি একজন সাবেক ইউপি সদস্যও বটে। তার দাদাও ছিলেন একজন জনপ্রিয় সাবেক ইউপি মেম্বার। তার গণসংযোগ পথসভা ও শুভেচ্ছা বিনিময়ের ফলে চতুর্দিক থেকে দাবী ওঠেছে নৌকার মাঝি হতে।

তৃণমূলের নেতাকর্মীরা দাবী তুলেছেন, নৌকার প্রতীক যেন মাধুকেই দেয়া হয়। এজন্যে তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করছেন।

ফনী ভুষন ভদ্র মাধু বলেন, নৌকাই আমার ঠিকানা, নৌকা যার আমি তার। আমি নৌকা পেলে নিশ্চিত জয়লাভ করব। আর যদি নৌকা প্রতীক নাও পাই যাকেই নৌকা প্রতীক দেয়া হয় তার পক্ষেই কাজ করব।

(এসবি/এসপি/নভেম্বর ১৫, ২০২১)