সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : মোঃ সবুজ মিয়া। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকার মাঝি হতে অন্যান্য ইউনিয়নের মতো পাইকুড়া ইউনিয়নেও তৎপরতা চালাচ্ছেন সবখানে। দীর্ঘদিন ধরে তিনি মাঠে গণসংযোগ পথসভা ও উঠোন বৈঠকের ফলে তৃণমূলের দাবী ওঠেছে নৌকা প্রতীক পেলে সবার গ্রহণ যোগ্য প্রার্থী হবেন সবুজ মিয়া। তিনি পাইকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মুক্তিযুদ্ধের প্রজন্ম ও নবীন ব্যক্তিরাও তাকে ঘিরেই আগামী নির্বচানে নৌকার মাঝি হিসেবে স্বপ্ন দেখছেন। 

সবুজ মিয়া প্রতিদিনেই নিজের গ্রাম মজলিশপুর সহ আশেপাশের বিভিন্ন গ্রামে গ্রাম শালিশ, উঠোন বৈঠক ও গণসংযোগ করে যাচ্ছেন। একজন শিক্ষানুরাগী হিসেবে সমাজের তার খ্যাতি রয়েছে। তিনি একজন সমাজসেবক সমাজের সকল শ্রেনীপেশার মানুষের সঙ্গে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন। ইউনিয়নের অনেকেই এবার নৌকার মাঝি হিসেবে নতুন মুখের সন্ধান করছেন। সে প্রশ্নে সবুজ মিয়ার নামটিই সর্বাগ্রে চলে আসছে। তিনি গরিব দুঃখি মানুষের পাশে থেকে একজন সেবক হয়ে কাজ করতেই ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতেচান। এজন্য তিনি চান নৌকা প্রতীক। তার আশা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নেত্রকোণা-৩ আসনের সৎ ও মানবিক এমপি অসীম কুমার উকিল এবং বাংলাদেশ যুব মহিলালীগের সাধারন সম্পাদক অধ্যাপ অপু উকিল তার হাতেই নৌকা তুলে দেবেন। সবুজ মিয়া বলেন, নৌকা প্রতীক পেলে আমি নিশ্চিত জয় লাভ করব ইনশাআল্লাহ।

(এসবি/এসপি/নভেম্বর ১৫, ২০২১)