ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : গত ১৮ এপ্রিল শুক্রবার ভোরে ভৈরবে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ৩০ ঘরবাড়ি, ৩টি মসজিদ, ২ টি স্কুল, জমির ফসল ও বিদ্যুৎ এর ব্যাপক ক্ষতি হয়।

ভৈরবের ৭টি ইউনিয়নের শত শত কৃষক-কৃষাণী বৃহস্পতিবার সকালে উপজেলার সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে ক্ষতিগ্রম্ত কৃষকদের পূনর্বাসন, বিদ্যুৎ বিল ও কৃষিঋণ মওকুফ, বিনামূল্যে সার ও বীজ প্রদানসহ ৭টি দাবি উল্লেখ করে। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা প্রদানে বক্তব্য রাখেন, গজারিয়া ইউপি চেয়ারম্যান কায়সার আহমেদ ভূইয়া এছাড়াও দাবি আদায়ে বক্তব্য রাখেন, শাহরিয়ার কবির ও পিয়ারা বেগম প্রমুখ। তারা বলেন, ১ সপ্তাহ পরেও জনপ্রতিনিধিসহ স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহযোগিতার কোন আশ্বাস পাওয়া যায়নি। পরে কৃষক- কৃষাণীরা ইউএনও বরাবর স্বারকলিপি পেশ করেন। ইউএনও সেলিম আহমদ বলেন, ঝড় ও শিলাবৃষ্টিতে প্রায় ৩২ কোটি টাকার ক্ষতি হয়েছে। তাদের সহায়তা প্রদানে জেলা প্রশাসক বরাবর ক্ষতির রির্পোট পেশ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম জানান, ভৈরবে প্রায় ১৬ হাজার কৃষক ক্ষতির শিকার। ক্ষতিগ্রস্ত কৃষকদের পূর্ণ তালিকা করতে ১ সপ্তাহ সময় লাগবে।
(এআর/এএস/এপ্রিল ২৪, ২০১৪)