সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : মোঃ বদরুল ইসলাম। তিনি কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের করিমখাগাতী গ্রামে জন্ম গ্রহণ করেন। ঐতিহ্যবাহি পরিবারের সন্তান হিসেবে এবার তিনি নৌকার মাঝি হতে মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি ১৯৭৯ সালে গুরুদয়াল কলেজে ছাত্রলীগের কর্মী ছিলেন। ১৯৯৭ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি পাইকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর পর ২০০৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত পাইকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। 

রাজনৈতিক ও সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করতে নিজেকে সব সময় বিভিন্ন সাংগঠনিক কাজে সংগঠনের সাথে জড়িয়ে রেখেছেন। আঞ্চলিক আওয়ামী পরিষদ, জয়বাংলা ঐক্য পরিষদ, সজিব ওয়াজেদ জয় পরিষদ, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ, আমরা মুক্তিসেনা পরিষদ, শেখ রাসেল স্মৃতি সংসদ, শেখ কামাল স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা তিনি।

এছাড়া জনপ্রতিনিধি হিসেবে ১৯৯২ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত পাইকুড়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে যেসব প্রতিষ্ঠানে তিনি দায়িত্ব পালন করেছেন, সেসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, পাইকুড়া বাজারে মুহিয়ে ইসলাম দাখিল মাদ্রাসা, পাইকুড়া কানিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৃষ্টি একাডেমি ও হাজী আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয় ও পাইকুড়া প্রি ক্যাডেট হাই স্কুল। করোনা কালীন সময়ে তিনি পাইকুড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে জনসচেতনতা মূলক কাজ করে সুনাম কুড়িয়েছেন। ৯টি ওয়ার্ডে বিতরন করেছেন সাধ্যমত ত্রান ও মাস্ক। বন্যা ও বিভিন্ন দূর্যোগকালীন সময়েও তিনি তার ব্যক্তিগত উদ্যোগে ত্রান বিতরন করেছেন।

এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নিজের উদ্যোগে দিয়েছেন আর্থিক অনুদান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন সৈনিক হিসেবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সব সময়ই বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন তিনি। তৃণমূল নেতাকর্মীদের দাবী তিনি নৌকা পেলে সাংগঠনিক কর্মকান্ড যেমন চাঙ্গা হবে তেমনি হবে এলাকার উন্নয়নও।

এ প্রসঙ্গে মোঃ বদরুল ইসলাম বলেন, নৌকার বাইরে কোন নির্বাচন নয়, নৌকাই আমার ঠিকানা, নৌকা যার আমি তার। দল থেকে যদি আমাকে নৌকা মনোনয়ন দেয়া হয় আমি নিশ্চিত জয় লাভ করব ইনশাআল্লাহ। আর যদি আমাকে না দেয়া হয়, দল থেকে যাকেই নৌকা প্রতীক দেবেন তার হয়েই কোমড় বেঁধে মাঠে কাজ করব। তিনি বলেন, নৌকার বিজয় নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া চাই।

(এসবি/এসপি/নভেম্বর ১৬, ২০২১)

মোঃ বদরুল ইসলাম। তিনি কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের করিমখাগাতী গ্রামে জন্ম গ্রহণ করেন। ঐতিহ্যবাহি পরিবারের সন্তান হিসেবে এবার তিনি নৌকার মাঝি হতে মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি ১৯৭৯ সালে গুরুদয়াল কলেজে ছাত্রলীগের কর্মী ছিলেন। ১৯৯৭ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি পাইকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর পর ২০০৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত পাইকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।