ইউপি নির্বাচন সামনে রেখে কাওয়াকোলায় চেয়ারম্যান আব্দুল আলিমের মতবিনিময়

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার ৮নং কাওয়াকোলা ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় করেছেন।
বুধবার সকালে সিরাজগঞ্জ রাসেল পার্ক সংলগ্ন নিজ বাড়িতে জেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ ফিরোজ ভূইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, পৌর আও য়ামীলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন ও ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন। এসময় ৮নং কাওয়াকোলা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
(আই/এসপি/নভেম্বর ১৭, ২০২১)