ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। 

বুধবার সকালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রী কলেজ ও মাওলানা ভাসানী কেন্দ্র কর্তৃক আয়োজিত প্রাঙ্গনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতিকৃতীতে পুষ্পস্তবক অর্পন, দেশ ও জাতীর কল্যানে বিশেষ দোয়া ও তবারক বিতরণ করা হয়।

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রী কলেজর অধ্যক্ষ মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে ভাসানীর অনুসারী মোঃ সানোয়ার হোসেন সানু এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মির্জা মোস্তফা জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু ও ডাক্তার আব্দুল হালিম প্রমূখ।

এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ জাহিদুজ্জামান দুদু, শহিদুল ইসলাম, খন্দকার আকতারুজ্জামান, তাইবুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান, শিক্ষক আব্দুল লতিফসহ অন্যান্যরা।

(আই/এসপি/নভেম্বর ১৭, ২০২১)