মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : সপ্তাহের ছুটির দিনে আদালত সংশ্লিষ্টদের খেলাধুলার জন্য ব্যতিক্রমধর্মী ব্যবস্থা গ্রহণ করেছে মৌলভীবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বৃহস্পতিবার (১৮নভেম্বর) বিকালের দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির জুডিসিয়াল স্পোর্টস ক্লাব ও ব্যাডমিন্টন কোর্ট উদ্বোধন করা হয়েছে।

স্পোর্টস ক্লাব ও ব্যাডমিন্টন কোর্ট উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ফারুক উদ্দিনসহ জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসির বিজ্ঞ বিচারক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কামরেল আহমেদ চৌধুরী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট এ এস এম আজাদুর রহমান ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোঃ আব্দুল খালিক।

(একে/এএস/নভেম্বর ১৮, ২০২১)