রাজন্য রুহানি, জামালপুর : নৌকার বিপক্ষে অবস্থান এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় জামালপুরের ইসলামপুরে ৭ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে এই তথ্য।

বহিষ্কৃতরা হলেন, পলবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কমল, গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সর্দার, গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রহিম বাদশা, চরপুটিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য হানিফ উদ্দিন, চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলিনুর ইসলাম ও রেজাউল করিম রানা।

শুক্রবার (১৯ নভেম্বর) সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ জানান, বহিষ্কৃতরা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। সেই সঙ্গে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন। এতে আওয়ামী লীগের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। ইউপি নির্বাচনে এমন কর্মকাণ্ড গঠনতন্ত্র পরিপন্থী হওয়ায় তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

(আরআর/এএস/নভেম্বর ১৯, ২০২১)