আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন মনে করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ফিলিস্তিনবাসীদের সাথে শান্তি স্থাপনের মানুষ নন।

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্র মন্ত্রী, স্ত্রী হিলারী ক্লিনটনের ইসরায়েলপন্থী মনোভাবের জবাবে তিনি এই মন্তব্য করেন।

সোমবার ইসরায়েলের একটি বার্তাসংস্থা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার যুক্তরাষ্ট্রের লয়াতে অবস্থানকালে ক্লিনটন ও হিলারী রাজনৈতিক ইস্যু নিয়ে কথাবার্তা বলতে থাকেন। এরপর ফিলিস্তিনপন্থী কর্মীদের সাথে কিছুক্ষণ আলাপ করেন। নিজেকে যুক্তরাষ্ট্রের ভাবী প্রেসিডেন্ট হিসেবে প্রস্তুতি নেওয়া হিলারী এ সময় ইসরায়েলপন্থী মনোভাব দেখান।

আলাপের এক পর্যায়ে ফিলিস্তিনপন্থী কর্মীরা বলেন, আমরা যদি নেতানিয়াহু ওপর জোর না দেই, তবে আমরা কখনই শান্তি স্থাপন করতে পারবো না।

এ সময় তাদের কথা সমর্থন করে ক্লিনটন বলেন, তোমাদের কথায় আমি একমত। নেতানিয়াহু আসলে ফিলিস্তিনিদের সাথে শান্তি স্থাপনের মানুষ নন।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১৬, ২০১৪)