মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : ২০১১ সালে প্রতিষ্ঠিত মৌলভীবাজারের সর্ববৃহত সামাজিক সংগঠন সচেতন নাগরিক ফোরাম (সনাফ) এর নবনির্বাচিত ৬১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের চৌমুহনা এলাকার অভিজাত মামার বাড়ি রেস্টুরেন্টের একটি হলরুমে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয় ।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান বেলাল এর সঞ্চালনায় ও কেন্দ্রীয় সংসদের সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক এর সভাপতিত্বে পরিচিতি সভার শুরুতে সংগঠন প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও গুরুত্ব বিষয়ে আলোকপাত করে স্বাগত বক্তব্য দেন সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ জুয়েল আহমদ, সহ-সভাপতি হাফেজ মাওঃ মাহমুদুল হাসান, সহ-সভাপতি হুমায়ুন কবির, সহ-সভাপতি তোয়াহিদ মিয়া, সহ-সভাপতি খালেদুর রহমান চৌধুরী, সহ-সভাপতি মোঃ মোনাহিম কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ আরিফ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান দুলাল, সহ-সাধারণ সম্পাদক সাহাদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক রয়েজ আহমদ, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ রিয়াজুল হাসান, সহ-সাধারণ সম্পাদক আব্দুস শহীদ খান, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ূন রশীদ টিটন, অর্থ সম্পাদক জুয়েল আহমদ, সহ-অর্থ সম্পাদক মাওঃ বদরুল ইসলাম রুম্মান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ শাহ্ মাহমুদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ আলতাফুর রহমান সাদিকী, প্রচার সম্পাদক মিনহাজ আহমদ মুন্না, সহ-প্রচার সম্পাদক আব্দুল কাইয়ূম, পরিকল্পনা বিষয়ক সম্পাদক ফাহাদ আলম,সহ- পরিকল্পনা বিষয়ক সম্পাদক জায়েদুর রহমান তারেক, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ আব্দুল আউয়াল, সহ-সমাজ কল্যাণ সম্পাদক জাবেদ হোসাইন, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম, সহ-দপ্তর সম্পাদক মাওঃ শেরুজ্জামান,তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ বদরুজ্জামান শামীম, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক মোত্তাকিন শিপু, প্রকাশনা সম্পাদক ওয়াজিদ আখন্দ, সহ প্রকাশনা সম্পাদক আব্দুল বাছিত, ত্রাণ বিষয়ক সম্পাদক জুবেদ আহমদ,সহ-ত্রাণ সম্পাদক মাহফুজুর রহমান শাওন,যোগাযোগ বিষয়ক সম্পাদক মাওঃ লুৎফুর রহমান, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক শাহরিয়ার আমিন খান, তথ্য প্রযুক্তি ও মিডিয়া সম্পাদক তুফায়েল আহমদ, সহ-তথ্য প্রযুক্তি ও মিডিয়া সম্পাদক উমর ফারুক, আইন বিষয়ক সম্পাদক এড. হোসাইন আহমদ পারভেজ । এছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক সদস্য সৈয়দ গৌছুল হোসেন।

পরিচিতি পর্ব ও বক্তব্য শেষে মৌলভীবাজারের মানুষের প্রাণের দাবী সরকারী মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।

(একে/এএস/নভেম্বর ২১, ২০২১)