নৌকার মাঝি হতে চান শফিকুল ইসলাম

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সান্দিকোণা ইউনিয়নেও সাম্ভাব্য প্রার্থীদের মাঝে নৌকার মাঝি হতে চান, ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। তিনি চর খিদিরপুর গ্রামের আলহাজ আবু বক্কর ছিদ্দিকের ছেলে।
রবিবার তিনি সান্দিকোনা ইউনিয়নের মডেল বাজার, বেলাটি গ্রাম, বাঘবের ও চরখিদির গ্রামে গণসংযোগ করেন। শফিকুল ইসলাম বলেন, ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার পর যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাতি লীগের সঙ্গে যুক্ত ছিলাম। বর্তমানে ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি সততার সঙ্গে। মানুষের সেবক হিসেবে কাজ করতেই ইউনিয়ন পরিষদের নির্বাচন করার আগ্রহ প্রকাশ করছি।
তিনি বলেন, নৌকার মাঝি হতে ইতিমধ্যে গ্রামে গ্রামে বিভিন্ন হাটবাজার গণসংযোগ করে শেখ হসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানাচ্ছি। তিনি বলেন, নৌকার মাঝি হতে আমি সকলের সহযোগিতা ও দোয়া চাই।
(এসবি/এসপি/নভেম্বর ২১, ২০২১)