আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ক্ষুব্ধ হতে পারে এই আশংকায়  গোলযোগপূর্ণ ইউক্রেনে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত বাতিল করেছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলের চ্যানেল-টু টেলিভিশন এ খবর দিয়েছে।

চ্যানলটির খবরে বলা হয়েছে- ইউক্রেনের কাছে ড্রোনসহ বিভিন্ন ধরনের অস্ত্র বিক্রির কথা ছিল এবং এ বিষয়ে কথা পাকাপাকি করতে ইউক্রেনের একটি প্রতিনিধিদল ইসরাইল সফরও করেছে। এসব অস্ত্র রুশপন্থি গেরিলাদের বিরুদ্ধে ব্যবহারের পরিকল্পনা ছিল। তবে কবে ওই প্রতিনিধিদল ইসরাইল সফর করেছে এবং কখন ইসরাইল ওই সিদ্ধান্ত বাতিল করেছে তা বলে নি চ্যানেল-টু।

খবরে বলা হয়েছে- ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ড্রোনসহ অস্ত্র বিক্রির বিষয়ে সবুজ সংকেত দিলেও পররাষ্ট্র মন্ত্রণালয় তাতে বাধা দিয়েছে। সোমবার টেলিভিশন চ্যানলটির খবরে আরো বলা হয়েছে- তেল আবিব মনে করছে ইউক্রেনের কাছে এ ধরনের অস্ত্র বিক্রি করলে তাতে রাশিয়া ক্ষুব্ধ হয়ে সিরিয়ার ও ইরানের কাছে অস্ত্র বিক্রি বাড়িয়ে দিতে পারে। এ খবরের বিষয়ে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন।

(ওএস/অ/সেপ্টেম্বর ১৬, ২০১৪)