কেন্দুয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব উইমেন্স কর্ণার’র প্রশিক্ষণ

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব উইমেন্স কর্ণার এর প্রশিক্ষন সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বঙ্গমাতা উইমেন্স কর্ণারের শপথ, “নারী উন্নয়ন ও ক্ষমতায়নে দেখাবে পথ” শির্ষক স্লোগানটি ধারন করে মঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব উইমেন্স কর্ণারের প্রশিক্ষন প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইন উদ্দিন খন্দকার ও তথ্য কর্মকর্তা। প্রশিক্ষনে অংশগ্রহণ করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ সহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তা সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
প্রশিক্ষণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই উইমেন্স কর্ণার যে কোন সময় যে কোন স্থান হতে যে কোন শ্রেনী পেশার নারীর সহজলভ্য সেবা প্রাপ্তির ডিজিটাল জানালা। বেগম ফজিলাতুন্নেছা মুজিব উইমেন্স কর্ণার এর ওয়েবসাইট নাম্বার স্টিকারের মাধ্যমে সর্বস্থানে প্রচার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়।
(এসবি/এসপি/নভেম্বর ২২, ২০২১)