মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে মৌলভীবাজারে জেলা বিএনপি ।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরের দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান ও সহ-সভাপতি এম. এ মুকিত এর নেতৃত্বে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর কাছে দলীয় চেয়ারপার্সনের মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি চেয়ে স্মারকলিপি প্রদান করেন মৌলভীবাজার জেলা বিএনপির একটি প্রতিনিধি দল।

এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ- সভাপতি ইয়াওর আহমদ, সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির আহবায়ক মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সহ-দপ্তর সম্পাদক আবুল কালাম বেলাল, অর্থ সম্পাদক ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিম, পৌর বিএনপি নেতা এড. নেপুর আলী, এইচ এম শফিক, ইমরান বাহার খাঁন, দুলাল আহমদ, সাবেক যুবনেতা রুহেল বকৎ, স্বেচ্ছাসেবক দলের (সদর) সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, যুগ্ম-আহবায়ক মাহবুব, জাকির আহমদ সাফিন, জেলা ছাত্রদলের সহ- সভাপতি মো: রিপন মিয়া, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান, যুগ্ম আহবায়ক আখতার হুসেন।

(একে/এএস/নভেম্বর ২৪, ২০২১)