সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নওপাড়া বাজারে জুতার ফ্যাক্টরির সন্নিকটে সন্ত্রাসীদের ধাড়ালো অস্ত্রের আঘাতে রোকন (৩৫) নামের এক যুবক খুন হয়েছে। তাকে ফেরাতে গিয়ে রাকিব (৩৪) নামের অপর যুবক গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে তার অবস্থাও আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়। 

বুধবার সন্ধ্যার পর নওপাড়া বাজারের জুতার ফ্যাক্টরির সন্নিকটে এ ঘটনাটি ঘটে। এসময় ওই ফ্যাক্টরি সংলগ্ন স্থানে ক্যারাম খেলা চলছিল। দূর্গাপুর গ্রামের হাসিম উদ্দিনের ছেলে রোকন পাশের পাকা রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। এসময় তাকে কোন যুবক ডেকে ফ্যাক্টরির পাশে নিয়ে যায়। সেখানে তার সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে ধাড়ালো অস্ত্র দিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। তাকে ফেরাতে গিয়ে কাউরাট গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রাকিব গুরুতর আহত হয়। দুজনকেই আশংকা জনক অবস্থায় কেন্দুয়া উপজেলা হাসপতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত অনুমান ৭টার দিকে রোকনকে মৃত বলে ঘোষনা করেন এবং রাকিবকে সঙ্গে সঙ্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি জন্য খুনের ঘটনাটি ঘটেছে তার তথ্য খুঁজে বের করতে অনুসন্ধান চালাচ্ছি। তবে নারী সংক্রান্ত কোন বিষয় নিয়ে ঘটনাটি ঘটেছে বলে ধারনা করা হচ্ছে বলে মন্ত্রব্য করেন তিনি।

(এসবি/এসপি/নভেম্বর ২৪, ২০২১)