আন্তর্জাতিক ডেস্ক : ২০১৫ সালের প্রথম দিকেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গাঁজার বিনোদনমূলক ব্যবহারের বৈধতা পেতে পারে।

সোমবার স্টেট সিনেটর ব্র্যাড ক্রুইজার হাফিংটন পোস্টকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আগামী জানুয়ারিতে আইনসভার অধিবেশনে মারিজুয়ানা রেগুলেশন এবং কর আইন পুনঃপ্রবর্তন করা হবে।

হাফিংটন পোস্টকে তিনি বলেন, গত ডিসেম্বর থেকে আমরা এই সংশোধনী নিয়ে কাজ করছি, বিষয়টি নিয়ে আমরা বিভিন্ন প্রতিক্রিয়া পেয়েছি। কলোরাডো এবং ওয়াশিংটন থেকে আমরা অভিজ্ঞতা নিয়েছি। আমরা অবশ্যই পরবর্তী অধিবেশনে বিলটি উপস্থাপন করব।

উল্লেখ্য এখনও পর্যন্ত শুধু কলোরাডো এবং ওয়াশিংটন বিনোদনমূলক ব্যবহারের জন্য গাঁজা বৈধ করা হয়েছে।

এই স্টেট সিনেটর আরও জানান, এই বিলে গাঁজার খুচরা বিক্রির অনুমোদন দেওয়া হবে। রাজ্য লিকার অথরিটি দ্বারা তা নিয়ন্ত্রণ করা হবে। সব ধরনের গাঁজা বিক্রির ওপর একটি আবগারি শুল্ক বসানো হবে। এবং প্রাপ্তবয়স্করা ২ আউন্স পর্যন্ত গাঁজা সাথে রাখতে পারবেন। ব্যক্তিগত ব্যবহারের জন্য বাড়িতে ৬টি পর্যন্ত গাঁজা গাছ লাগাতে পারবেন।

আগামী বছরে আইনসভার মাধ্যমে বিলটি পাস হলে অবিলম্বে তা কার্যকর হবে। ২০১২ সালে কলোরাডো ও ওয়াশিংটনে বিনোদনমূলক গাঁজা বৈধতা পেলেও গণভোটের মাধ্যমে তা আইনে পরিণত করতে হয়েছিল।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে নিউইয়র্ক সিটিতে প্রতি বছর গড়ে ৩০ হাজার ৫০ হাজার মানুষ গাঁজা নিয়ে গ্রেপ্তার হয়েছে।

প্রসঙ্গত সীমিত পরিমাণে বিনোদনমূলক গাঁজা বিক্রির বৈধতার লক্ষ্যে ২০১৩ সালে অনুরূপ একটি বিল উত্থাপন করা হয়েছিল। কিন্তু আইনসভার বিল কমিটি অনুমোদন দেয়নি।

এদিকে প্রাপ্তবয়স্কদের জন্য বিনোদনমূলক গাঁজা বৈধ করতে আগামী নভেম্বর অরেগন এবং আলাস্কায় গণভোট হবে।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১৬, ২০১৪)