স্টাফ রিপোর্টার : বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনার উরেয়া বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (২৪ নভেম্বর) রাজধানীর গুলশানে পিআর অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বিজিএমইএ’র সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম উপস্থিত ছিলেন।

সভায় তারা দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের সম্ভাব্য ক্ষেত্রগুলো এবং বিনিয়োগ, বিশেষ করে পোশাক এবং টেক্সটাইলখাতে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা।

রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশের সহযোগিতায় দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে কসোভোর আগ্রহের কথা তুলে ধরেন। তিনি কসোভোতে বিনিয়োগ ও যৌথ উদ্যোগের সুযোগগুলো খুঁজে বের করার জন্য বাংলাদেশি ব্যবসায়ীদের কসোভোতে আমন্ত্রণ জানান।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান কসোভোর রাষ্ট্রদূতকে বিজিএমইএ পরিদর্শনের জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশ থেকে পোশাক ক্রয় করার আহ্বান জানান।

(ওএস/এসপি/নভেম্বর ২৫, ২০২১)