আশুজিয়ায় নৌকা পেতে প্রাণপন চেষ্টা মঞ্জুর আলীর

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে অন্যান্য ইউনিয়নের মতো কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নেও সাম্ভাব্য প্রার্থীদের দৌড় ঝাঁপ, উঠোন বৈঠক, গণসংযোগ, পথসভা, চায়ের ষ্টলে আড্ডা চলছেই। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। তার জনপ্রিয়তা এখন তুঙ্গে, সাধারণ জনগণের একটাই কথা। আগে নৌকা আনেন তারপর আমাদের ভোট দিয়ে আপনাকে অবশ্যই বিজয়ী করব।
মোঃ মঞ্জুর আলী জনপ্রতিনিধি হিসেবে আশুজিয়া ইউনিয়নের পুরাতন ২ নং ওয়ার্ডের মেম্বার ছিলেন, যে ওয়ার্ডটি ভেঙ্গে বর্তমানে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড হয়েছে। এছাড়া তিনি আশুজিয়া জে.এন.সি শিক্ষা প্রতিষ্ঠানের তিনবার নির্বাচিত সদস্য এবং একবার নির্বাচিত সভাপতি হয়ে প্রতিষ্ঠানটির অনেক উন্নয়ন করেছেন। তার বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের কোন অভিযোগ নেই বলে দাবী কর্মী সমর্থকদের। গত করোনাকালীন সময়েও বসে থাকেননি তিনি। মঞ্জুর আলী বলেন, করোনাকালীন সময়ে নেত্রকোণা-৩ আসনের মাননীয় এম.পি অসীম কুমার উকিলের নেতৃত্বে এবং তার পরামর্শে গরীব দুঃখি মানুষের পাশে দাঁড়িয়েছি ব্যক্তিগত সহায়তা নিয়ে। এছাড়া দলের পক্ষেও দেয়া হয়েছে ত্রাণ।
মঞ্জুর আলী বলেন, খাল খনন ও পুকুর পুনঃখনন করে জনসাধারনের অনেক সুবিধা করে দেয়া হয়েছে। এর মধ্যে আশুয়ারি ও বীরগঞ্জ কাচারির পুকুর পুনঃখনন রয়েছে। সিংহেরগাঁও করবাড়ি থেকে সিংহের গাও কমলপুর হয়ে ভগবতিপুর হাসু মাষ্টারের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মান করা হয়েছে। এছাড়া ভগবতিপুর ও সিংহেরগাওয়ের মাঝখানে খালে যে ব্রীজটি করা হয়েছে এর মধ্য দিয়ে দুই গ্রামের মানুষের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, ভুগিয়া খাল খনন করার ফলে সিংহেরগাঁও, চান্দপাড়া ও ভগবতিপুর গ্রামের মানুষের যে সব আবাদী জমী আগাম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে তলিয়ে যেত এই খাল খননের ফলে কৃষকের মুখে হাসি ফুটেছে। এলাকার কৃষকরা বলছেন, এই খালটি আওয়ামীলীগ সভাপতি মঞ্জুর আলীর উদ্যোগে করা হয়েছে। এজন্য বর্তমান সরকার প্রধান শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই।
মঞ্জুর আলী বলেন, জীবনের যৌবন থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। এখন জীবনের শেষ পর্যায়ে এসেছি। তাই এবার আমি চাই নৌকার মাঝি হয়ে জনগণের সেবা করতে। আমি মাননীয় জননেত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী জানাচ্ছি তিনি যেন আমাকে নৌকা উপহার দিয়ে জনগনের সেবা করার সুযোগ দেন। এজন্য সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা চাই।
(এসবি/এসপি/নভেম্বর ২৫, ২০২১)