চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় শাহ আলম (৫০) নামে এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যার অভিযোগে তার ছেলে জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে ‍পুলিশ।

নিহত শাহ আলম উপজেলার মির্জাপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে জাহিদুলকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, জাহিদুলের সঙ্গে তার বাবার প্রায় সময় ঝগড়া হতো। শুক্রবার সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বঁটি দিয়ে কুপিয়ে বাবাকে আহত করে জাহিদ। এরপর আহত শাহ আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাটহাজারী থানার পরিদর্শক আমির হোসেন বলেন, নিহত শাহ আলমের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত জাহিদকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী তাহেরা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করছেন।

(ওএস/এএস/নভেম্বর ২৭, ২০২১)