স্টাফ রিপোর্টার : রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১১ লাখ ৭৩ হাজার ৮৪৮ জন মানুষ করোনার টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৯ লাখ ৫৬ হাজার ৫৮৫ জন এবং দ্বিতীয় ডোজ নেন ২ লাখ ১৭ হাজার ২৬৩ জন।

একদিনে টিকার প্রথম ডোজ গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৪ লাখ ৪৬ হাজার ১২১ জন ও নারী ৫ লাখ ১০ হাজার ৪৬৪ জন। দ্বিতীয় ডোজ নেওয়াদের মধ্যে পুরুষ ১ লাখ ৬ হাজার ৯৮৪ জন ও নারী ১ লাখ ১০ হাজার ২৭৯ জন।

শনিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৯ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৯৯৯ জন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ৮৮ লাখ ৭২ হাজার ৩১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ৬১ লাখ ৮৮ হাজার ৯৬৮ জন।

টিকা নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৭ কোটি ৫০ লাখ ৩ হাজার ৯০৬ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে নিবন্ধন করেছেন ৬ কোটি ৯৪ লাখ ৬৩ হাজার ২৬৫ জন। এছাড়া পাসপোর্টের মাধ্যমে নিবন্ধন করেছেন ১ কোটি ৪০ হাজার ৭৪১ জন।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। ওই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন স্বাস্থ্যকর্মীকে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়। টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও ফাইজার, সিনোফার্ম ও মর্ডানার টিকা দেওয়া হচ্ছে।

(ওএস/এএস/নভেম্বর ২৮, ২০২১)