হাফ ভাড়ার দাবিতে মৌলভীবাজারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধন

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার চলমান আন্দোলনে একাত্মতা,নিরাপদ সড়ক ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
রবিবার (২৮ নভেম্বর) দুপুরে শহরের চৌমুহনা পয়েন্টে দেশের সমসাময়িক ইস্যু ও যৌক্তিক দাবি নিয়ে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর এর সঞ্চালনায় ও বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য রেহনোমা রুবাইয়াৎ, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, স্কুল কমিটির আহ্বায়ক কাকলী সরকার, সদস্য আহমদ, হাসন রাজা, বাপন দেবনাথ, রোনালদো ধর প্রমুখ।
সমাবেশ বক্তারা শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানান এবং ছাত্রদের আন্দোলনে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানান।
(একে/এসপি/নভেম্বর ২৮, ২০২১)