মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে ইউ‌নিয়ন পরিষদ নির্বাচ‌নে নৌকা প্রতীকে জাল ভোট ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন ক‌রে‌ছেন। 

র‌বিবার (২৮ ন‌ভেম্বর) দুপু‌রে উপজেলার সহদেবপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মাসুদুর রহমান বালা ও আনারস প্রতী‌কের আইয়ুব আলী ভোট বর্জনের ঘোষণা দেন।

মাসুদুর রহমান বলেন, দুপুরে কে‌ন্দ্রের প্রত্যেক কক্ষ থে‌কে এ‌জে‌ন্টদের বের ক‌রে দি‌য়ে নৌকা মার্কায় জাল ভোট দেওয়া হ‌য়ে‌ছে। এ‌টা নি‌য়ে দা‌য়িত্বপ্রাপ্ত প্রিসাই‌ডিং কর্মকর্তাদের অব‌হিত কর‌লে কোনও ব্যবস্থা নেয়‌নি। এ‌তে বাধ্য হ‌য়ে ভোট বর্জন কর‌তে হ‌য়ে‌ছে।

আইয়ুব আলী বলেন, নৌকা প্রতীকে জোর করে ভোট নিচ্ছে। বাধা দেওয়ার কর্মীদের ওপর হামলা করেছে নৌকার সমর্থকরা। এই জন্য ভোট বর্জন করেছি।কা‌লিহাতী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (২৮ নভেম্বর) মোবা‌শ্বের আলম ব‌লেন, প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে।

(এসএম/এসপি/নভেম্বর ২৮, ২০২১)