শেখ সাদ বীন শরীফ, নড়াইল : নড়াইলে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ, উফশী ধানের বীজ ও রাসয়নিক সার বিতরণ অনুষ্টিত হয়েছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর উপজেলার আয়োজনে সোমবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, নড়াইল-২ আসনের সংসদ মাশরাফী বিন মোর্ত্তজার বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার কৃষ্ণা রায়সহ অনেকে।

সদর উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম জানান, সদরে ৫ হাজার জন কৃষক কৃষানীকেকে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ, উফশী ধানের বীজ ও রাসয়নিক সার বিতরণ করা হবে। ৩ হাজার কৃষক কৃষানীকেকে দুই কেজি করে হাইব্রিড ধানের বীজ ও ২ হাজার জনকে উফশী ধানের ৫ কোজি করে বীজ দেয়া হয়। এবং প্রত্যেকে ১০ ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার দেয়া হয়েছে।

(এস/এসপি/নভেম্বর ২৯, ২০২১)