এ কে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (নৌকা) মোঃ জহুরুল ইসলাম নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত (স্বতন্ত্র) মোঃ আব্দুল ওহাব মন্ডল এর চেয়ে ১৫৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

গত ২৮ নভেম্বর রবিবার ৩য় ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে নারুয়া ইউনিয়নে আওয়ামীলীগ, কথিত সতন্ত্র বিদ্রোহী ও বিএনপি সমর্থিত সহ ৫ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন।

তফসিল ঘোষণার পর থেকে এ ইউনিয়নে নির্বাচন কেন্দ্রিক কোন প্রকার অভিযোগ ছিলো না কোন প্রার্থীদের।রোববার সকাল ৮ থেকে শুরু হয় ভোট গ্রহণ যা কিনা বিরামহীন ভাবে ৪ টায় শেষ হয়। ইউনিয়নের ৫ জন চেয়ারম্যান প্রার্থী তাদের নিজ নিজ ভোট কেন্দ্রে প্রথম ভোট প্রদান করেন।

নারুয়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ১৪২ জন। পুরুষ ভোটার ১০ হাজার ৮৪৩ ও মহিলা ভোটার ১০ হাজার ২৯৯ জন।এর মধ্যে ভোট গণনা শেষে বৈধ ভোট সংখ্যা ১৫ হাজার ৮৯৩ টি৷

চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত (নৌকা) মোঃ জহুরুল ইসলাম ৬৩৯১ ভোট পেয়েছেন। নিকটতম সতন্ত্র বিএনপি সমর্থিত মোঃ আব্দুল ওহাব মন্ডল (মোটরসাইকেল) ৪৮১৮ ভোট, আওয়ামীলীগ বিদ্রোহী সতন্ত্র মোঃ আবুল কালাম আজাদ (আনারস) ২৮৮১ ভোট, স্বতন্ত্র একেএম আতাউর রহমান ( চশমা) ৩৪ ভোট, একেএম কবিরুজ্জামান (ঘোড়া) ১৭৬৯ভোট।

বিজয়ী হবার পর মোঃ জহুরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, জনগণ আমাকে আগামী ৫ বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত করেছে।আমি আমার সাধ্য মত চেষ্টা করবো পিছয়ে পরা নারুয়া ইউনিয়ন কে মডেল ইউনিয়নে রুপান্তরিত করতে।

(একে/এসপি/নভেম্বর ২৯, ২০২১)