চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা কাঁচাবাজারে অগ্নিকান্ডের ঘটনায় পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোররাত ৪টায় দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে ছাইকোলা কাঁচাবাজার সুরুজ্জলের দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরইমধ্যে আগুনে আতিক, গোলাম মোস্তফা, নুর আলম ও আনিসুর রহমানের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে দোকান মালিকেরা জানান, অগ্নিকান্ডের ঘটনায় তাঁদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরুসহ আ’লীগের স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম জানান, খবর পেয়ে ইউপি চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্তদের তালিকা দিতে বলেছি। তাদের সহায়তা করা হবে।

(এস/এসপি/নভেম্বর ৩০, ২০২১)