মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে সোমবার সকাল ৮টা থেকে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ৮ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে রোগ নির্ণয়ের পরীক্ষা এবং ঔষধ বিতরণ করা হয়। দূর-দূরান্তে না গিয়ে বাড়ির কাছেই বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকদের সেবা ও বিনামূল্যে ঔষুধ পেয়ে খুশি অসহায় রোগীরা।

ফ্রি ক্যাম্পের উদ্যোক্তা কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক জানান, প্রায় ৮ হাজার অসহায় রোগীদের চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পে আগত সমস্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে। প্রয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প একদিন বাড়িয়ে দুইদিন করা হবে।

কালকিনি উপজেলার চেয়ারম্যান মীর গোলাম ফারুক ও নূর ক্লিনিক এ- ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এবং ড্রিমার্স কনসালটেশন এ- রিসার্চ এর সহযোগিতায় মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করা হয়।

(এ/এসপি/নভেম্বর ৩০, ২০২১)