মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ  প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন যাবত আন্দোলনরত জেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আবারও সরব হচ্ছে দাবি আদায়ে। সর্বশেষ শহরের শহীদ মিমনার প্রাঙ্গণে প্রতীকি অনশনের পর এবার একই দাবিতে জেলা প্রশাসন কার্যালয় অভিমুখে পদযাত্রা করেছে সামাজিক সংগঠনগুলো। 

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১১ টার দিকে শহরের কুসুমবাগ এলাকা থেকে পদযাত্রাটি মিছিল সহকারে শুরু হয়ে জেলা প্রশাসন কার্যালয় গিয়ে শেষ হয় । সেখানে বক্তারা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন।

শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে ও স্পন্দন মৌলভীবাজার এর সভাপতি ইহাম মোজাহিদ ও হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক সিরাজুল হাসানের যৌথ সঞ্চালনায় পদযাত্রায় সংহতি প্রকাশ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন।

এসময় স্বেচ্ছাসেবীদের পক্ষে উপস্থিত ছিলেন, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি সভাপতি বকসি ইকবাল আহমদ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নওশের আলী খোকন, যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন মৌলভীবাজার মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেইন ওয়াটসঅ্যাপ গ্রুপের ক্রিয়েটার সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সভাপতি আ স ম সালেহ সুহেল, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি বেলাল তালুকদার, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়ছল মনসুর, কালের কন্ঠ শুভ সংঘের সাধারণ সম্পাদক তাকবির হোসেন, ব্রীজ আন্দোলনের উদ্যোক্তা বাবুল দেব, মইন উদ্দিন একাডেমির পক্ষে আজিজুর রহমান শিপলুসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।

পদযাত্রা শেষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবির প্রতি একাত্ততা পোষণ করে বলেন, জেলা সদরে সরকারি মেডিকেল কলেজ বাস্তবায়নে জনপ্রতিনিধি দের নেতৃত্বে আমরা প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পৌঁছে দিব।

এদিকে কর্মসূচী শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা।

(একে/এসপি/নভেম্বর ৩০, ২০২১)