নারী কাবাডি লিগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ

স্পোর্টস ডেস্ক : নারী কাবাডি লিগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ পুলিশ টাইব্রেকারে ২৬-২৫ পয়েন্টে বাংলাদেশ আনসারকে পরাজিত করেছে।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও পুলিশ কাবাডি দলের সভাপতি মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার)। এ সময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং লিগ কমিটির চেয়ারম্যান মো. আব্দুছ ছালাম আজাদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক নাজিহার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান, গ্রিন টাউন এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কবির হোসেন, দাওয়াই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সারোয়ার রহমান, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক, নেওয়াজ সোহাগ, লিগ কমিটির সম্পাদক ও কোষাধ্যক্ষ আরিফ মিহির।
(ওএস/এএস/ডিসেম্বর ০১, ২০২১)