কেন্দুয়ার ইতিহাসে অসীম উকিলের প্রচেষ্টায় নতুন সংযোজন

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : কারিগরি শিক্ষায় শিক্ষিত করা সহ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে বেকার যুবক যুবতীদের দেশে বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে স্থাপিত হতে যাচ্ছে করিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। প্রাথমিক ভাবে স্থান নির্ধারণ হলেও বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চূড়ান্ত সিদ্ধান্তের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউ.এন.ও মোঃ মইন খন্দকারের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, থানার ওসি কাজী শাহ নেওয়াজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মোঃ আশরাফুদ্দিন ভূইয়া ও সাংবাদিক মজিবুর রহমান প্রমুখ। এসময় সভায় উপস্থিত ছিলেন ফিল্ড গবেষক রহমতুল্লাহ নেত্রকোণা টি.টি.সি অধ্যক্ষ পীযুুষ কান্তি সরকার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী।
সভায় সকলেই একমত পোষণ করে বলেন, সান্দিকোণা ইউনিয়নের সাহিতপুর বাজারের পশ্চিম পাশে যে স্থানটিতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলার জন্য স্থান নির্ধারণ করা হয়েছে সেই স্থানটি সকলের কাছেই গ্রহণযোগ্য। সভায় মতামত ব্যক্ত করে তারা বলেন এটি একটি মিডিল পয়েন্ট, এই স্থানে দুটি প্রতিষ্ঠান হলে সারা উপজেলার ১৩টি ইউনিয়নের বেকার যুবক যুবতীদের আসা যাওয়া খুবই সহজ হবে। কেন্দুয়ার ইতিহাসে এটি হবে নতুন সংযোজন।
সভার সভাপতি ইউ.এন.ও মোঃ মইন খন্দকার বলেন সারাদেশের মধ্যে ১শ উপজেলা বেচে নেওয়া হয়েছে। এর মধ্যে কেন্দুয়া অন্তর্ভুক্ত হয়েছে স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিলের আন্তরিক সহযোগীতায়। তাঁর গুরুত্বপূর্ণ অবদানের ফলেই কেন্দুয়া গর্বিত ইতিহাসে নতুন সংযোজন হতে যাচ্ছে দুটি প্রতিষ্ঠান। সভায় সুধীজন বলেন এই দুটি প্রতিষ্ঠান স্থাপিত হলে বেকার যুবক যুবতীদের মুখে যেমন হাসি ফুটবে, তেমনি এলাকাটি উন্নয়নের দিক থেকেও আরেক ধাপ এগিয়ে যাবে।
(এসবি/এএস/ডিসেম্বর ০১, ২০২১)