সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া  (নেত্রকোণা) : কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের কিসমত চিথোলিয় গ্রামের মঙ্গলবার রাতের বসেছিল সাধুসঙ্গ ও লালন সংগীতের আসর। গুরু পদার্পন দিবস উদ্যাপন উপলক্ষ্যে ওই গ্রামের আব্দুল হালিম চিশতীর বাড়ী প্রঙ্গনে লালন মঞ্চে লালন সাইজির রচিত বিভিন্ন রচিত গান পরিবেশন করেন মাহফুজা মনিষা মনি, গামছা নার্গিস, হারুন উদাস, মো: রফিক, হাবিব শাহ শারমীন লালনী। যন্ত্র সংগীতে হারমোনিয়ামে ছিলেন মন্টু শাহ, বাশিতে হেলাল উদ্দিন, দোতারায় বাবু, তবলায় জয়, মন্দিয়ায় রফিক।

তরিকতে আহলে বাইত কেন্দুয়া উপজেলা শাখায় আয়োজনে সভায় সভাপতিত্ব আব্দুল বারী। উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মার সঞ্চালনায় বক্তব্য রাখেন নাট্য শিল্পী ও উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক আব্দুল লতিফ এবং অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতজন উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক আনোয়ার পারভেজ খান। রাত ব্যাপি অনুষ্ঠানে জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা, ইত্যাদি গানে গানে শিল্পীরা দর্শক শ্রোতাদের মাতিয়ে তুলেন।

(এসবি/এএস/ডিসেম্বর ০১, ২০২১)