স্টাফ রিপোর্টার : আগামী ৪ ডিসেম্বর জাতীয় বস্ত্র দিবসে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ৭টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেবে পাট ও বস্ত্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সচিবালয় দিবস আয়োজন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

যে ৭টি প্রতিষ্ঠান পুরস্কার পাবে- বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নীটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ), বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস্ অ্যান্ড পাওয়ার লুম ইন্ডাস্টিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ), বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিলেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিটিএলএমইএ) এবং বাংলাদেশ জাতীয় তাঁতী সমিতি।

(ওএস/এএস/ডিসেম্বর ০২, ২০২১)