চাচাতো ভাইয়ের ঘুষিতে প্রাণ গেল সিনিয়র সিটিজেনের

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : বাড়ির পেছনে আমন ধান শুকানোর জায়গা নিয়ে দ্বন্দে কথা কাটাকাটির জের ধরে চাচাতো ভাই সাদেক খানের ঘুষিতে প্রাণ গেল অপর চাচাতো ভাই ৭০ বছরের সিনিয়র সিটিজেন কাশেম খানের। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১১ নং চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামে।
এ ঘটনার সতত্য নিশ্চিত করে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ওসি কাজী শাহ নেওয়াজ বলেন, নিহতের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলেই মামলা দায়ের করা হবে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে চাচাতো ভাই ছাদেক খানের ধান শুকানোর জায়গাতে ধান শুকাতে যানসিনিয়র সিটিজেনকাশেম খান। এসময় সাদেক খান তার ধান শুকানো জায়গাতে কাশেম খানকে ধান শুকাতে দিতে নিষেধ করেন। এ নিয়ে শুরু হয় দুইজনের মধ্যে কথা কাটাকাটি। এক পর্যায়ে কাশেম খানের চোখে মুখে ঘুষি মারতে থাকেন সাদেক খান। সাদেক খানের ঘুষিতে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন কাশেম খানকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তার পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত কাশেম খানের লাশ উদ্ধার করে নেত্রকোণা মর্গে পাঠিয়েছে। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত সাদেক খান গ্রেফতার হয়নি।
(এসবি/এসপি/ডিসেম্বর ০২, ২০২১)