সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামে আমন ধান শুকানোর জায়গা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলা ও কিল ঘুষিতে ৭০ বছরের সিনিয়র সিটিজেন কাশেম খান নিহত হওয়ার ঘটনায় শুক্রবার দুপুরে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছেলে ফজলুর রহমান বাদী হয়ে মানিক খান ও সাদেক খান সহ ৭ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন।

জানা যায়, বৃহস্পতিবার সকালে চাচাতো ভাই ছাদেক খানের ধান শুকানোর জায়গাতে ধান শুকাতে যান বৃদ্ধ কাশেম খান। এসময় সাদেক খান তার ধান শুকানো জায়গাতে কাশেম খানকে ধান শুকাতে দিতে নিষেধ করেন। এ নিয়ে শুরু হয় দুইজনের মধ্যে কথা কাটাকাটি। এক পর্যায়ে কাশেম খানের চোখে মুখে ঘুষি মারতে থাকেন সাদেক খান ও তার লোকজন। তাদের কিল ঘুষিতে ও হামলায় গুরুতর আহত হন কাশেম খান। আশংকা জনক অবস্থায় পরিবারের লোকজন কাশেম খানকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তার পরীক্ষা নিরীক্ষার পর বৃহস্পতিবার দুপুরে তাকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত কাশেম খানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাশেম খান নিহত হওয়ার ঘটনায় মানিক ও সাদেক খানকে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে নিহতের ছেলে ফজলুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

(এসবি/এসপি/ডিসেম্বর ০৩, ২০২১)