চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাইক্রবাস-অটোরিকশার সংঘর্ষে জিয়াউর রহমান (৩৮) ও জাহাঙ্গীর আলম নামে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সোনামসজিদ ট্রাক ট্রার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়াউর উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের জনাব আলীর ছেলে ও জাহঙ্গীর ভোলাহাট উপজেলার মান্নুমোড় এলাকার জানে আলমের ছেলে। আহতরা হলেন-শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের আশরাফুল ইসলামের চেলে সুমন আলী (৪০), দৌলতবাড়ি গ্রামের মালেকের ছেলে খাইরুল ইসলাম (৫৪) ও বিনোদপুর-খাসেরহাট এলাকার জাহিদ আলীর ছেলে সিয়াম (৫)।

স্থানীয় বাসিন্দা তাসাউর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ যাচ্ছিল একটি মাইক্রোবাস। এটি কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী জিয়াউর ও জাহাঙ্গীর মারা যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে ও আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(ওএস/এএস/ডিসেম্বর ০৩, ২০২১)