আন্তর্জাতিক ডেস্ক : আর্জেন্টিনা সরকার মার্কিন চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে। মার্কিন কয়েকটি কোম্পানির ঋণ পরিশোধে ব্যর্থতার জন্য আর্জেন্টিনার বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করায় চার্জ দ্যা অ্যাফেয়ার্স কেভিন সুলিভ্যানকে তলব করা হয়।

আর্জেন্টিনার সরকার এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গত মঙ্গলবার কেভিন সুলিভ্যানকে তলব করে।

সুলিভ্যান বলেছেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য আর্জেন্টিনার এই ঋণখেলাপি অবস্থা শিগগিরি কাটিয়ে ওঠা জরুরি।

বুয়েন্সআয়ার্স ঋণখেলাপির কথা অস্বীকার করেছে এবং আইনগত জটিলতা নিরসনে ব্যর্থতার জন্য মার্কিন বিচার বিভাগকে দায়ী করেছে।

মার্কিন ফেডারেল আদালত ঋণ পরিশোধের বিষয়ে আর্জেন্টিনোকে আটকে রেখেছে আর সে কারণে দেশটি ১৩০ কোটি ডলার ঋণ পরিশোধ করতে পারছে না।

আর্জেন্টিনা বলেছে, মার্কিন চার্জ দ্যা অ্যাফেয়ার্স সুলিভ্যানের বক্তব্য সঠিক নয় বরং দুর্ভাগ্যজনক ও অনাকাঙ্ক্ষিত।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১৭, ২০১৪)